Header Ads

Header ADS

শীতকালে বাজরিগার পাখি মারা যায় কেন | পাখির যত্ন ও পরিচর্যা

 
 শীতকালে বাজরিগার পাখি মারা যায় কেন? 
আজকের ভিডিওতে থাকছে শীতকালে আপনার শখের পোষা বাজরিগার পাখিটি মারা যাচ্ছে কেন?

আপনার পাখিটি মারা যাওয়ার অন্যতম কারন হল ঠান্ডা জনিত সমস্যা। আমরা সবাই জানি শীতকালে তাপমাত্রা কম থাকে আর এই তাপমাত্রা অনেক সময় হঠাৎ করেই অনেক কমে যায়।যার ফলে আপনার পাখির শরীরে ঠান্ডা লেগে যায়। পাখিকে দেওয়া পানি মনের অজান্তেই চেঞ্জ করতে দেরি হয়ে যায় আর যেহেতু পরিবেশটা ঠান্ডা এই ঠান্ডা পানি খাওয়ানোর ফলে শখের পাখিটির ঠাণ্ডা লেগে যাচ্ছো। আবার দেখাযাচ্ছে আমরা বেশিরভাগই আমাদের শখের পাখিটিকে বেল্কুনি বা বারান্দায় রেখে দিচ্ছি যার ফলে সারাক্ষন ঠান্ডা বাতাসের সংস্পর্সে থাকছে আর এতেই ঠাণ্ডা লেগে যাচ্ছে ফলে ঠাণ্ডা জনিতকারনে অসুস্থ হয়ে আপনার শখের পোষা পাখিটি মারা যাচ্ছে। 

কিভাবে বুঝবেন আপনার পাখিটির ঠাণ্ডা লেগেছে?? আসুন কিছু লক্ষণ দেখে নেই যেটা দেখলে আপনি খুব সহজেই বুঝে যাবেন আপনার শখের পাখিটির ঠান্ডা জনিত সমস্যায় ভুগছে 

লক্ষন বা উপসর্গ 
পাখির ঠান্ডা লাগলে পাখি ক্রমাগত নাক দিয়ে আওয়াজ করতে থাকে ও মাথা নাড়াতে থাকে মাথা নাড়ানোর ফলে নাক দিয়ে জলের মত সর্দি বের হতে থাকে। এই সময় পাখির নাক বন্ধ হয়ে যায় ফলে মুখ দিয়ে শ্বাস নেয়। চোখের উপর ও নিচের পাতা ফুলে যেতে পারে, চোখের ভিতর পানি চলে আসে, চোখের পাতা প্রায় বন্ধ হয়ে আসে। পাখিটির ক্ষুধামন্ধাভাব দেখা দেয় ফলে খাবারের প্রতি আগ্রহ কমে যায় এবং পাখিটি ঝিমাতে থাকে। 

 চিকিৎসার ক্ষেত্রে যেসব বিষয়ে লক্ষ্য রাখতে হবে? সবসময় সতর্কতা আবলম্বন করতে হবে যাতে করে কোন আবস্থাতেই ঠাণ্ডা না লাগে। আর যদি ঠাণ্ডা লেগেই যায় তাহলে যে পাখিটির ঠান্ডা লেগেছে তাকে আলাদা করে, বাল্বের আলোর নিচে রাখতে হবে, জতক্ষন তার ঠান্দা লাগার উপসর্গগুলো দূর না হয় (তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কম যাতে না হয়)। বেলকুনি বা বারান্দায় রাখা পাখির খাচার চার পাশ কাপর বা পলি দিয়ে ঢেকে দিতে হবে যেন অতি ঠাণ্ডা বাতাস ঢুকতে না পারে। পাখিকে হাল্কা কুসুম গরম পানি খেতে দেয়া যেতে পারে। এছাড়াও স্কিনে দেওয়া এন্টিবায়োটিক খাওয়ানো যেতে পারে ((যেমন- Enrofloxacin, Doxycycline 10%, Ciprofloxacin )) স্কিনে দেওয়া এই এন্টিবায়োটিক গুলোর যে কোন একটি হাল্কা কুসুম গরম পানির সাথে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। ব্যাবহার পদ্ধতি প্রতি ১ লিটারে ১ গ্রাম
Powered by Blogger.