Header Ads

Header ADS

যেকোন সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস

 যেকোন সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস 

১। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পরে না কিন্ত কাউকে সম্মান করতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো বাবা-মায়ের দেওয়া শিক্ষা।


২।ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়।


৩। যারা বেশি বেশি মিষ্টি কথা বলে ,পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে।


৪।প্রতিদিন অন্তত ১% হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন তা ৩৬৫% হয়েগেছে।


৫।মানুষের বেচে থাকাটাই অস্বাভাবিক আর মরে যাওয়াটাই স্বাভাবিক।


৬।আজ হয়তো সময়টা খারাপ কিন্ত সারাজীবন থাকবেনা তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারাজীবন মনে থাকবে।


৭।অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না।


৮। স্রষ্টা সবাইকে সব কিছু দেয়না,হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নাহয় কাউকে না দিয়ে ধর্যের পরীক্ষা নেন।


৯।জোর করে কোন কিছুই পাওয়া যায় না,ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবেনা।


১০।দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্ত যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায়।


১১।অবহেলাঃ যে তুমাকে আবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও।কারন তার আবহেলার কারনেই হয়তো তুমার জীবনে হবে উন্নতি।অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে,অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয়।অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিস্ককে জাগ্রত করে দেয়।


১২। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন,মন খুলে সব কথা কখনই বলোনা।মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না


১৩। জীবনে যদি বার বার পরে যান তবে পথটাকে বদলান সপ্নটাকে নয়।কারন একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয়।


১৪।কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন তবে সে ভিতর থেকে খুবই একা।


১৫। যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী।


১৬।যদি কেউ কম কথা বলে কিন্ত জেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে।.


১৭।যে কাদতে পারে সে দুর্বল প্রকৃতির।


১৮। যদি কেউ অস্বাভাবিক ভাব্র খাবার খায় তাহলে সে মানসিক চাপে আছে।


১৯।যদি কেউ অল্পতেই কেদে ফেলে তারমানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের।


২০।যদি কেউ ছোট-খাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার।


২১।কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে,নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে।


২২।কাটা থেকে বাচার জন্য যেমন পায়ে জুতো পড়া উচিত,সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই।ঠিক তেমন যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত আপরকে নয়।


২৩।সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ,কিন্ত তাদের মত হওয়াটা অনেক কঠিন।


২৪।প্রেম করলে ঝগড়া হবেই ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা।


২৫।হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে।


২৬।মানুষ গুলাও কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খোজও নেয়না?


২৭।আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল ,কিন্ত যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী।


২৮।স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল আপরকে ভালো রাখে।


২৯।মানুষ কখনও ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলায়,কিছু মানুষের স্মৃতি,কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে।


৩০।জীবন অভিজ্ঞতা থেকে বলছি,যত একা থাকবেন ততো ভালো থাকবেন।


৩১।বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না।যদি লাগে তবে সেটা ভালোলাগা না সেটাই আসলে ভালোবাসা।


৩২।যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে,তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাস ঘাতকতা


৩৩।আপনার বউ চাকরি করুক আর নাই করুক প্রতিমাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন- এই টাকাটা তুমার ইচ্ছে মত খরচ করো আমি হিসেব নেব না।বিশ্বাস করুন মেয়েটি কখনোই ইচ্ছে খুশিমতো খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে


৩৪।খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায়।


৩৫।আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বারছে,ভালোবাসার মানুষের সংখ্যা কমছে।কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে, আপন মানুষেরা ঠকাচ্ছে এইটাই বাস্তব সত্য। 


৩৬।প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো ! ঘর হারালে পথে থাকা যায় ।কিন্ত প্রিয়জন হারালে না পথে থাকা যায় না ঘরে থাকা যায়।


৩৭।জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না। আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা ।


৩৮।সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি, অতীতকে শ্রদ্ধা করা জরুরি । কারা আপনার বিপদে পাশে ছিলো,কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌছাতে পেরেছেন ইত্যাদি ।এসব আপনি কখনো ভুলবেন কি করে? 


৩৯।অবহেলাঃ কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়,তাহলে ভাববেন না মানুষ টা অনেক সস্তা,আপনার কপাল টা অনেক ভালো,কারন পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই প্রায়োরিটি দেয়।আপনাকেই সব সময় বুঝতে চেষ্টা করে।আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারন মনে হতে পারে একটা বার ভেবে দেখুন,যে মানুষটার কাছে।আপনি এতটাই স্পেশাল যে, তার সবটা জুড়ে শুধু আপন আপনি আর আপনিই আছেন!তাকে অবহেলা করাটা কি ঠিক?তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন! হোক সেটা বন্ধুত্ব,ভালোবাসা কিংবা বেস্টফ্রেন্ডের সম্পর্ক।


৪০।কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে,তাদের দুর্বলতা ভাবার কোন কারন নেই এটা তাদের মা-বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়।


৪১।স্বার্থের টানে আত্নীয় স্বজন সবাই হয়তো ছেরে চলে যায় কিন্ত স্বার্থের জন্য স্বামী-স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায়।কেউ আপনার না এইটা মাথায় রাখলেই অনেক কিছু সহজ হয়ে যাবে।চাপ কম লাগবে , নিজেকে ফ্রি মনে হবে যতটুকু পাবেন মনে করবেন বোনাস।


৪২।কখনো কারও সামনে নিজের সততা-ভালো হওয়ার কথা বলতে যাবেন না।কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে,তার কাছে তেমনটির প্রয়োজনই নেই আর আপনার প্রতি যার বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না।


৪৩। নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপী হয়ে জাবো,ভাবিনি এই পৃথিবীতে এতো কষ্ট পাবো! বন্ধু বল বান্ধবী বলো কেউই আপন নয়,ক্ষনিকের এই পৃথিবীতে সবই অভিনয়!!


৪৪।সবাইকে নিজের মতো ভাবতে যেও না প্রতি  মুহূর্তে ঠকে যাবে। 


৪৫।কথাটা তেতো হলেও সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুড়ে ফেলে দেবে। 


৪৬।ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তা আর ফেরানো যায় না। 


৪৭।অপরিচিত মানুষ কখনো ঠকায় না ঠকায় তো কাছের মানুষ গুলোই। 


৪৮।জীবনে সবকিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি না শান্তি থাকে। 


৪৯।তোমার মূল্য যে বোঝে  তাকে কখনো অবহেলা করো না তোমার গুরুত্ব যে বোঝে ভুল করেও তাকে ছেড়ে যাবার কথা মনে করো না। ববয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটা এই বয়সে অনেকটাই হয়ে গেছে। 


৫০।কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দে ভোরে উঠে।


৫১।নিজের খরচ নিজে চালানো আর নিজের পরিচয়ে  পরিচিত হবার মতো শান্তি পৃথিবীতে আর কিছুতে নেই। 


৫২।সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে প্রতিষ্ঠিত হতে পারলে সবাই পরিচিত বলে পরিচয় দেয়।


৫৩।সময় সবাইকে সব কিছুর উত্তর দিয়ে দেয়। 


৫৪।সত্যি কথা  মুখের উপর বলার মতো সাহস সব মানুষের থাকে না যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষ সহ্য করতে পারে না। 


৫৫।হাজার  দুঃখ্য, অনেকটা বাধা কিছু সমালোচনা বেশ কিছু পিছুটান থাকবেই শুধু নিজের লক্ষটা স্থির রাখুন সফলতা কেউ আটকাতে পারবে না। 


৫৬।তিনটি জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না ১, আত্মসম্মান,  ২,বন্ধত্ব, ৩, ভালোবাসা


৫৭।যারা কম কথা বলে,  তারাই তাদের পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে  


৫৮।আজকে যারা করছে ছোটো,  ফেলছে তোমায় ছুড়ে,  ভরসা রাখো নিজের প্রতি আসবে সময় ফিরে।


৫৯।একমাত্র  আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখনই আপনাকে সবাই প্রিয়জন হিসাবে পরিচয় দেবে তার আগে নয়।


৬০।মনের মধে অশান্তি থাকলে দুনিয়ার সবকিছুই বিরক্তি লাগে


৬১।কাউকে যদি তুমার ভালো না লাগে তবে গোপন না রেখে অভিনয় না করে তাকে বলে দিও কারন তুমার অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে ।


৬২।কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা,কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিটিয় লক্ষণ, ব্যাস্ত আছি পরে কথা বলছি!এর পর অজুহাতের শেষ থাকে না।


Powered by Blogger.