একশত কোয়েল পাখি পালনে মাসিক আয় কত টাকা (ডিসেম্বর ভার্শন)
একশত কোয়েল পাখি পালনে মাসিক আয় কত টাকা (ডিসেম্বর ভার্শন)
প্রথমে আমরা হিসাবের সুবিধার্থে কিছু বিষয় ধরে নিতে চাই
১) কোয়েল পাখি পালনের জন্য উপযুক্ত শেড বা ঘর আপনার নিজস্ব
২) রানিং ডিম দেওয়া কোয়েল পাখি নিয়ে হিসাব করবো
৩) একটি কোয়েল পাখি ১ দিনে খাবার খাবে ২৫ গ্রাম
৪) ভালো একটি খাবারের দাম প্রতি বস্তা ১৪০০ টাকা (২৫কেজির বস্তা)
৫) কোয়েল পাখির ডিম দেয়ার হার ৭৫-৮৫%
৬) ডিমের দাম ৩.০০-৪.০০ টাকা (গড়ে ৩.৫০ টাকা যেহেতু অল্প ডিম তাই খুচরা বিক্রি হবে)
### একশত কোয়েল পালনে মাসিক ব্যয়ঃ-
১ টি কোয়েল পাখি ১ দিনে খাবার খায় = ২৫ গ্রাম
১ টি কোয়েল পাখি ৩০ দিনে খাবার খায় = (২৫x৩০) গ্রাম
= ৭৫০ গ্রাম
১০০ টি কোয়েল ৩০ দিনে খাবার খায় = (৭৫০x১০০) গ্রাম
= ৭৫,০০০ গ্রাম
(আমরা জানি ১০০০ গ্রামে ১ কেজি) = ৭৫ কেজি
(আমরা জানি ২৫ কেজিতে ১ বস্তা) = ৩ বস্তা
## খাবার খরচঃ-
১ বস্তা খাবারের দাম = ১৪০০ টাকা
অতএব ৩ বস্তা খাবারের দাম = (১৪০০x৩) টাকা
= ৪২০০ টাকা
## অন্যান্য খরচঃ-
মেডিসিন+বিদ্যুত বিল+লিটার বা তুষ = (৫০০+৩০০+২০০) টাকা
= ১০০০ টাকা
সুতবাং সর্বমোট খরচ = (৪২০০+১০০০) টাকা
= ৫২০০ টাকা
### একশত কোয়েল পালনে মাসিক আয়ঃ-
৮৫% প্রোডাকশনে,
১০০ টি কোয়েল পাখি ১ দিনে ডিম দেয় = ৮৫ টি ডিম
অতএব ১০০ টি কোয়েল ’’ ৩০ দিনে ডিম দেয় = (৮৫x৩০) টি ডিম
= ২৫৫০ টি ডিম
যেহেতু ১ টিডিম বিক্রি করে আমাদের আয় হচ্ছে = ৩.৫০ টাকা
অতএব ২৫৫০ টি ডিম বিক্রিতে আমাদের আয় হবে = (৩.৫০x২৪০০) টাকা
= ৮৯২৫ টাকা
সুতরাং লাভের পরিমানঃ-
একশতটি কোয়েল পালনে সর্বমোট ব্যায় হয়েছে = ৫২০০ টাকা
একশত পাখির ডিম বিক্রিতে সর্বমোট আয় হয়েছে = ৮৯২৫ টাকা
লাভ = আয়-ব্যায় = (৫২০০-৮৯২৫) টাকা
= ৩৭২৫ টাকা
একশত কোয়েল পাখি পালনে ১ মাসে লাভের পরিমাণ ৩৭২৫ টাকা
বিঃদ্রঃ এইখানে প্রোডাকশন রেট ৮৫% ধরা হয়েছে অনেক সময় এই রেট টা আরো কম আসে,৮০% এ হিসাব করলে কিছু টাকা কম আসবে তার পরও প্রতি মাসে ইনশাআল্লাহ্ ৩ হাজার টাকা আয় থাকবে।
ডিম পাড়া রানিং পাখির দামঃ-
বর্তমান বাজারে ১ টি ডিম পাড়া পাখির দাম = ৭৫ টাকা
অতএব বর্তমান ১০০ টি ডিম পাড়া পাখির দাম = (৭৫x১০০) টাকা
= ৭৫০০ টাকা
পরিশেষে বলতে পারি,
৭৫০০ টাকার ১০০ পিস পাখিতে ১ মাসে লাভের সম্ভাবনা ৩৭২৫ টাকা
কোয়েল পাখি পালন সম্পর্কে কোন কিছু জানার থাকলে ভিডিওর নিচে কমেন্ট করতে পারনে আমি যথা সাধ্য আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ্