Header Ads

Header ADS

পাঁচশত কোয়েল পাখি পালনে মাসিক আয় কত টাকা (ডিসেম্বর ভার্শন)

 



পাঁচশত কোয়েল পাখি পালনে মাসিক আয় কত টাকা (ডিসেম্বর ভার্শন)


প্রথমে আমরা হিসাবের সুবিধার্থে কিছু বিষয় ধরে নিতে চাই 

) কোয়েল পাখি পালনের জন্য উপযুক্ত শেড বা ঘর আপনার নিজস্ব

) প্রতিটি কোয়েল পাখি রানিং ডিম দেওয়া পাখি

) প্রতিটি কোয়েল খাবার খাবে ২০-২৫ গ্রাম

) ভালো একটি খাবারের দাম প্রতি বস্তা ২৮০০ টাকা (৫০কেজির বস্তা)

) ডিম দেয়ার হার ৭৫-৮৫

) ডিমের দাম ২.৮০ ৩.০০ টাকা (গড়ে ২.৯০ টাকা)

### পাঁচশত কোয়েল পালনে মাসিক ব্যয়ঃ-

১ টি কোয়েল পাখি ১ দিনে খাবার খায়     = ২৫ গ্রাম

১ টি কোয়েল পাখি ৩০ দিনে খাবার খায় = (২৫x৩০) গ্রাম

                                                             = ৭৫০ গ্রাম

৫০০ টি কোয়েল ৩০ দিনে খাবার খায় = (৭৫০x৫০০) গ্রাম

                                                           = ৩,৭৫০০০ গ্রাম

(আমরা জানি ১০০০ গ্রামে ১ কেজি)    = ৩৭৫ কেজি

(আমরা জানি ৫০ কেজিতে ১ বস্তা)      = ৭.৫ বস্তা

## খাবার খরচঃ-

          ১ বস্তা খাবারের দাম = ২৮০০ টাকা

   অতএব ৭.৫ বস্তা খাবারের দাম = (২৮০০x৭.৫) টাকা

                           = ২১,০০০ টাকা

## অন্যান্য খরচঃ-

       মেডিসিন+বিদ্যুত বিল+লিটার বা তুষ = (১০০০+৫০০+৫০০) টাকা

                                                                         = ২০০০ টাকা

সুতবাং পাঁচশত কোয়েল পালনে সর্বমোট খরচ = (২১০০০+২০০০) টাকা 

                                                       = ২৩,০০০ টাকা

### পাঁচশত কোয়েল পালনে মাসিক আয়ঃ-

৮০% প্রোডাকশনে,

৫০০ টি কোয়েল পাখি ১ দিনে ডিম দেয়     = ৪০০ টি ডিম

অতএব ৫০০ টি কোয়েল  ’’ ৩০ দিনে ডিম দেয় = (৪০০x৩০) টি ডিম

                          = ১২,০০০ টি ডিম 

যেহেতু ১ টিডিম বিক্রি করে আমাদের আয় হচ্ছে = ২.৯০ টাকা

অতএব ১২০০০ টি ডিম বিক্রিতে আয় হবে          = (২.৯০x১২০০০) টাকা

                                                                            = ৩৪,৮০০ টাকা

সুতরাং লাভের পরিমানঃ-

পাখির পিছনে সর্বমোট ব্যায় হয়েছে = ২৩,০০০ টাকা

ডিম বিক্রিতে সর্বমোট আয় হয়েছে = ৩৪,৮০০ টাকা

     লাভ = আয়-ব্যায় = (৩৪৮০০-২৩০০০) টাকা

                      = ১১,৮০০ টাকা

পাঁচশত কোয়েল পাখি পালনে ১ মাসে লাভের পরিমাণ ১১,৮০০ টাকা বা ১২ হাজার টাকা 


বিঃদ্রঃ এইখানে প্রোডাকশন রেট ৮০% ধরা হয়েছে অনেক সময় এই রেট টা আরো কম আসে,৭৫% এ হিসাব করলে কিছু টাকা(২০০০) কম আসবে তার পরও প্রতি মাসে ইনশাআল্লাহ্‌ ১০ হাজার টাকা আয় থাকবে।


ডিম পাড়া রানিং পাখির দামঃ-

বর্তমান বাজারে ১ টি ডিম পাড়া পাখির দাম = ৭৫ টাকা

অতএব বর্তমান     ৫০০ টি ডিম পাড়া পাখির দাম = (৭৫x৫০০) টাকা

                      = ৩৭,৫০০ টাকা

পরিশেষে বলা যায়,

৩৭ হাজার টাকার ৫০০ পিস পাখিতে ১ মাসে লাভের সম্ভাবনা ১২ হাজার টাকা


Powered by Blogger.